নাঙ্গলকোটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
আরো পড়ুন:
আবু সুফিয়ান রাসেল।।
কুমিল্লার নাঙ্গলকোটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার
রায়কোট মডেল উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিটের সহযোগিতায় রায়কোট ইউনিয়ন ব্লাড ডোনেশন কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে ২৭৪ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় বক্তারা বলেন, সামাজিক সচেতনতা এবং রক্তদানকে একটি সামাজিক আন্দোলন। সবাই নিজ অবস্থান থেকে এ মমহৎ কাজে ভূমিকা রাখা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন, ডা. ফরিদ আহমেদ মোল্লা, জুবাইদা ইয়াসমিন মুমু, জাহিদুল হাসান, মাহবুবুর রহমান, মো. সফিউল্লাহ প্রমুখ।