নিউভিশন মডেল হসপিটালের চেয়ারম্যান ডা. আরিফ এমডি ডা. জুয়েল 

 

inside post

হাসিবুল ইসলাম সজিব।।

কুমিল্লা নিউভিশন মডেল হসপিটালের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।২৭ ডিসেম্বর শুক্রবার নগরীর ডুলিপাড়া এলাকার একটি মিলনায়তনে সকল পরিচালকদের ভোট প্রদানের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেন ডা. মজিবুর রহমান, সহকারী নির্বাচন পরিচালকের দায়িত্বে ছিলেন অধ্যাপক ডা. জহিরুল আলম ও সহকারী অধ্যাপক ডা. এম এ ওসমান ফারুকী।

নিউভিশন মডেল হসপিটালের সকল পরিচালকদের ভোটের মাধ্যমে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ডা. মোঃ আরিফ চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে ডা. মোঃ জুয়েল রানা। ০৫ জন নির্বাহী পরিষদে নির্বাচিত হন ডা.মঞ্জুর আহমেদ সাকী, ডা. মোহাম্মদ সাইফুল হক, ডা. মোহাম্মদ জুলফিকার হায়দার রাজিব, ডা. ইসতিয়াক বিন হাফিজ ও মু. কামারুজ্জামান সোহেল।

নবনির্বাচিত চেয়ারম্যান ডা. মোঃ আরিফ চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. মোঃ জুয়েল রানা জানান, নিউভিশন মডেল হসপিটাল একটি আধুনিক ও উন্নতমানের হসপিটাল। নবনির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যরা নিউভিশন মডেল হসপিটালকে কুমিল্লার মানুষের জন্য একটি স্বল্পব্যয়ী উন্নতমানের হাসপাতালে উন্নীতপর প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন