প্রবাসের জীবন—রেজাউল করিম রোমেল

 

প্রবাসের জীবন হল
বড় কষ্টের,
বাবা-মা সংসার ফেলে
থাকতে হয় তাঁদের।

অনেক কষ্ট করে
আয় করে তাঁরা,
তাঁরা হল রেমিট্যান্স যোদ্ধা
একথা ভুলো না।

প্রবাসীদের উপার্জন দিয়ে
তাঁদের সংসার চলে,
পরিবার সমাজ উন্নত হয়
সুন্দর দেশ গড়ে।