প্রাথমিক শিক্ষার পাঁচজন কর্মকর্তা- কর্মচারীকে বিদায় সংবর্ধনা

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পাঁচজন কর্মকর্তা-কর্মচারীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বোরবার বিকালে জেলা প্রাথমিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয়।

অবসরজনিত সংবর্ধনা দেয়া হয় হোমনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা বেগম ও জেলা শিক্ষা অফিসের প্রধান সহকারী হারুন-অর-রশিদকে। বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয় সদর দক্ষিণ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আছফিয়া খানম,জেলা শিক্ষা অফিসের অফিস সহকারী মহসীন সরকার ও স্টোর কিপার ইসমাইল হোসেনকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্চিতা দাশ ও কাজী মফিজ উদ্দিন। এসময় অতিথিবৃন্দ বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের কাজের ভূয়সী প্রশংসা করেন। তাদের সুস্বাস্থ্য ও কাজের সফলতা কামনা করেন। বিদায়ী কর্মকর্তা-কর্মচারীরা তাদের বক্তব্যে সবার নিকট ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন।