ফরিদের হত্যাকারীদের গ্রেফতারের দাবি

 

প্রতিনিধি।।

কুমিল্লার লালমাই উপজেলার নাটোপাড়ায় এলাকায় সিএনজি চালিত অটো রিকশার সাইড দেয়াকে কেন্দ্র করে ফরিদ আহমেদ (৪০) নামে এক কেয়ারটেকারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে মানববন্ধনে অংশগ্রহণ করেন বেলঘর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান লেয়াকত হোসেন গাজী ভুইয়া, ইউপি সদস্য আনোয়ার হোসেন, এসকে মিডিয়ার প্রতিষ্ঠাতা টিপু চৌধুরীসহ এলাকাবাসী।

প্রসঙ্গত, গেলো ৩ মে শুক্রবার বিকেল ৫ টায় কুমিল্লার লালমাই উপজেলার নাটোপাড়ায় সিএনজি চালিত অটো রিকশার সাইড দেয়াকে কেন্দ্র করে ফরিদ আহমেদকে হত্যা করে দূর্বৃত্তরা। এই ঘটনায় আরো ৫ জন আহত হয়।