বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কুমিল্লায় বিভিন্ন কর্মসূচি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার কুমিল্লায় আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃবৃন্দ। এ সময় দক্ষিণ জেলা সহ-সভাপতি মফিজুর রহমান বাবলু,গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত,সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অপর দিকে কুমিল্লা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এমরান কবির চৌধুরীর নেতৃত্বে র্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।