বন্যাদুর্গতদের পাশে নিউ ভিশন হসপিটাল ও এনডিএফ কুমিল্লা শাখা

 

হাসিবুল ইসলাম সজিব।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ২ শতাধিক এবং বুড়িচং উপজেলার ২ শতাধিক বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে নিউ ভিশন মডেল হসপিটাল এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা শাখা ।
২৬ আগষ্ট সোমবার দুপুর ১২টায় বুড়িচং উপজেলার ইছাপুর গ্রামে এবং বিকাল ৪টায় ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় গ্রামের সহায়তা দেওয়া হয়।

নগরপাড় বানভাসিরা জানান, তিন দিন ধরে পানিবন্দী কেউ একটু খোঁজ খবর নেয়নি। যারা সহায়তা নিয়ে আসে তারা রাস্তার ধারের মানুষদের ত্রাণ দিয়ে যায়। গলা সমান পানির মধ্যে কেউ ত্রাণ সহায়তা করেন না৷ আমরা তো এমন ছিলাম না। ভাগ্যের লিখন ছিল তাই মানুষের সহায়তা জন্য পথে বসে ছিলাম। আল্লাহর রহমত ছিলো তাই তিন দিন পরে আপনারা আমাদের বাড়িতে ত্রাণ নিয়ে এসেছেন।

ইছাপুর গ্রাম মনু মিয়া বলেন, আমাদের বাড়িতে কারো নৌকা নেই তার জন্য ত্রাণ সহায়তা দেওয়া মানুষদের আমাদের বাড়িতে আনতে পারি নাই। আপনারা আমাদের গ্রামে যারা ত্রাণ পায়নি আগে তাদের পাশে সহায়তায় হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞ।

নিউ ভিশন মডেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ জুয়েল রানা বলেন, কুমিল্লার ইতিহাসে এমন পানি আমরা কখনো দেখেনি। পানিবন্দী হওয়া মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব ছিলো। আমরা আমাদের জায়গায় সে দায়িত্ব পালন করেছি।

কুমিল্লা জেলা এনডিএফ’র সেক্রেটারি ডাঃ জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, আমরা সব সময় জনসাধারণের জন্য কাজ করে থাকি। প্রাকৃতিক দুর্যোগ কখনো কাউকে বলে আসে না। যখনই আমরা প্রাকৃতিক দুর্যোগে পড়ি তখন তার মোকাবিলা সবাই এক সাথে করলে ক্ষতি কম হয়। আমরা আজকে ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং উপজেলার মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামীকাল অন্য উপজেলার মানুষের পাশে গিয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ।