বাজারে বটি নিয়ে তাড়া করে স-মিল শ্রমিককে কুপিয়ে হত্যা

অফিস রিপোর্টার।।
কুমিল্লার লাকসাম উপজেলার খিলা বাজারে স’মিলের শ্রমিককে বটি দা নিয়ে তাড়া করে কুপিয়ে হত্যা করা হয়েছে। দিন দুপুরে স-মিলের শ্রমিক মাইনুদ্দিনের বটি দায়ের কোপে মনির হোসেন নামের অপর শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার খিলা বাজারের লাকসাম অংশে প্রকাশ্যে এ খুনের ঘটনা ঘটেছে।

মনির

স্থানীয় সূত্রে জানা গেছে, মনির হোসেন খিলা বাজারের নাঙ্গলকোট রোডের রহমত উল্লাহ স’মিলের শ্রমিক। কাজ করার সময় ওই স’মিলের আরেক শ্রমিক মাইনুদ্দিনের সাথে দার কথা-কাটাকাটি হয়। দুপুরে কয়েকজন শ্রমিকসহ মনির হোসেন ভাত খেতে যায় বাজারের কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের খবিরের রেস্টুরেন্টে।

এ সময় রেস্টুরেন্টের রান্নার কাজে ব্যবহৃত বটি দা দিয়ে মনিরের গলায় কোপ দেয় মাইনুদ্দিন। মনির নিজেকে বাঁচাতে মহাসড়কের পাশ ধরে দৌড়াতে থাকে। এসময় পেছনে তাড়া করে পুনরায় ঘাড়ে কোপ দেয় মাইনুদ্দিন।

এতে লুটিয়ে পড়েন মনির। রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান মনির। স্থানীয়রা মাইনুদ্দিনকে আটকের পর পুলিশে সোপর্দ করে। মনিরের বাড়ি নাঙ্গলকোটের উরুকচাইল। মাইনউদ্দিনের বাড়ি মনোহরগঞ্জের খিলা গ্রামের মধ্যপাড়ায়।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেসবাহ উদ্দিন ভূইয়া বলেন, মাইনুদ্দিন আমাদের হেফাজতে আছে। নিহত মনিরের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।