বিএসএফ’র বাঁধায় বন্ধ কসবা রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ : আখাউড়ায় রেল সচিব
আরো পড়ুন:
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাঁধায় কসবা রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। যত তাড়াতাড়ি সম্ভব এটা চালু করা সম্ভব ইনশাল্লাহ। আশা করছি খুব শিগগীরই পুনরায় কাজ শুরু হবে।
শনিবার (১১ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ‘আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ’ নির্মাণ কাজ পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর এসব কথা বলেন।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর শনিবার সকালে ঢাকা থেকে আন্ত:নগর মহানগর এক্সপ্রেস ট্রেনে আখাউড়া এসে পৌঁছান। এসময় তিনি স্টেশন এলাকায় রেলপথ নির্মাণ কাজ পরিদর্শনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কসবা রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ রয়েছে- এ ব্যপারে জানতে চাইলে রেল সচিব বলেন, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। যত দ্রুত সম্ভব এটা চালু করা সম্ভব ইনশাল্লাহ। আশা করছি খুব শিগগীরই কাজ শুরু হবে। এছাড়া আখাউড়া-লাকসাম রেলপথ নির্মাণ কাজ কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, কাজ পরিদর্শন করছি। যত তাড়াতাড়ি সম্ভব তা চালু করা হবে। এসময় আখাউড়া-লাকসাম রেলপথ ডুয়েলগেজ প্রকল্প পরিচালক শহীদুল ইসলাম, রেলওয়ের অতিরিক্ত পরিচালক কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে রেল সচিব মহানগর এক্সপ্রেস ট্রেনে চেপেই কুমিল্লা যান।
এদিকে যাত্রীবাহী আন্ত:নগর মহানগর এক্সপ্রেস ট্রেন দীর্ঘক্ষণ আখাউড়া স্টেশনে থামিয়ে রেখে রেলপথ সচিবের নির্মাণ কাজ পরিদর্শন করা নিয়ে ট্রেনের যাত্রী সাধারণসহ সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।