বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের আসামি কালাম কুমিল্লায় গ্রেফতার

 

আমোদ প্রতিনিধি। ।

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মামলার আসামি আবুল কালামকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার আবুল কালাম (২৩) বেগমগঞ্জের দেলোয়ার বাহিনীর অন্যতম সদস্য। সে বেগমগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামের জাফর উল্লাহ ওরফে জুলফিকার আলীর ছেলে।

বুধবার রাতে এই তথ্য জানিয়েছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম। তিনি জানান, বুধবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর সদস্যরা। দাউদকান্দিতে অবস্থান করছে প্রযুক্তির মাধ্যমে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

 

আবুল কালাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত ২ সেপ্টেম্বর রাতে দেলোয়ার বাহিনীর প্রধান সন্ত্রাসী দেলোয়ারের পরিকল্পনায় সে অন্যান্য আসামির সাথে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে বিবস্ত্র করে শারিরিক নির্যাতন এবং ভিডিও ধারণের কথা স্বীকার করেছে।