ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী সহায়তা ডেস্ক চালু
আরো পড়ুন:
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া ||
প্রবাসীদের নিরাপত্তা ও আইনি সহায়তা দিতেই ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী সহায়তা ডেস্ক চালু করেছে জেলা পুলিশ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ে ডেস্কের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা। এ উপলক্ষে পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি থেকে ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে কেক কাটেন এবং জেলার তিনজন প্রবাসী সিআইপিকে সম্মাননা প্রদান করাসহ প্রবাসী সহায়তা ডেস্কের কার্যকারিতা বিষয়ে উপস্থিত প্রবাসীদের অবহিত করেন।
পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন ব্রাহ্মণবাড়িয়া’র বিশেষ পুলিশ সুপার (সিআিডি) শাহরিয়ার রহমান, প্রবাস বিষয়ক পরামর্শক মো. এজাজ মাহমুদ, জেলার প্রবাসী সিআইপি আহমেদ মোত্তাকি, মো. তৌফিকুজ্জামান ও মো. কাশেম মিয়া। প্রধান অতিথির বক্তৃতায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নূরে আলম মিনা বলেন, প্রবাসীদের গুরুত্ব দিয়ে ২৪ ঘন্টা হটলাইনে সেবা দিতে প্রবাসী সহায়তা ডেস্ক চালু করা হয়েছে। এই ডেস্কের মাধ্যমে দ্রুত সময়ে রেমিটেন্সযোদ্ধাদের আইনি সহায়তার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা হবে। এতে তাদের আর হয়রানি হতে হবে না। মূলত পুলিশ ও প্রবাসীদের মধ্যে একটি সেতুবন্ধন রচনা করতেই বাংলাদেশ পুলিশ এই উদ্যোগকে আরো জোরদার করেছে।
সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) রাকিবুল হাসানের উপস্থাপনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আসলাম হোসেন এবং নবীনগর থানার পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান। মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার বিভিন থানার পুলিশ পরিদর্শক, সাংবাদিক এবং প্রবাসীরা উপস্থিত ছিলেন।