ব্রাহ্মণবাড়িযার ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
আরো পড়ুন:
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আমির হোসেনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আটককৃত আমির হোসেন (২০) হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার বনগ্রামের মো. হানিফ মিয়ার পুত্র।
সংশ্লিষ্ট সূত্র জানায়,খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ সোমবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে বিশ্বরোড মোড় থেকে আমির হোসেনকে ১০ কেজি গাজাসহ আটক করেন। ভারতীয় গাঁজা নিয়ে ঢাকা যাবার পথে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়স্থ হাজি আবু তাহের মার্কেটের সামনে বাসে ওঠার সময় তাকে আটক করা হয়।
খাটিহাতা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. শাহজালাল আলম বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গাঁজা নিয়ে ঢাকা যাওয়ার পথে বিশ্বরোড মোড়ে বাসে উঠার সময় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।’