ব্রাহ্মণবাড়িয়ায় ইঁদুরের ওষুধ খেয়ে একজনের মৃত্যু

 

 

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
মারিয়া আক্তার ও লিজা আক্তার। যথাক্রমে দুই ও তিন বছর বয়েসী সহোদরা। ঘরে থাকা ইঁদুর নিধনের ওষুধকে চকলেট মনে করে খেয়ে ফেলেন দুই বোন মিলে। বিষক্রিয়ায় আক্রান্ত হয় মৃত্যু হয়েছে মারিয়ার। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন লিজা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা এলাকার।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মারিয়া আক্তার (০২) নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের মুহাম্মদ রহিছ আলীর মেয়ে।

নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইঁদুরের উৎপাত থেকে বাঁচার জন্য বাজার থেকে ইঁদুর নিধনের ওষুধ নিয়ে ঘরে রাখে রহিছ আলী। শনিবার সকালে সকলের অগোচরে মারিয়া ও তার বোন লিজা চকলেট মনে করে ইঁদুর নিধনের ওষুধ খেয়ে ফেলে। পরে বিষয়টি বুঝতে পেরে মারিয়া ও লিজাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল চারটার দিকে মারা যায়। লিজা হাসপাতালে ভর্তি আছে।

নাসিরনগর থানার পরিদর্শক (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মারিয়া নামে এক শিশু ইঁদুর মারার ওষুধ খেয়ে মারা গেছে। লিজা নামের আরেক শিশুকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’