ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের বিস্তার রোধে মাদক বিরোধী সমাবেশ
আরো পড়ুন:
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া। সাম্প্রতিক সময়ে এই জনপদে মাদকের বিস্তার ঘটেছে। মাদকের ভয়াবহতায় জন্ম দিচ্ছে বহুমাত্রিক অপরাধ। বিভিন্ন পাড়া মহল্লাসহ অলি-গলিতে মাদকের প্রবণতা বৃদ্ধিতে যুবসমাজ ক্রমশই হচ্ছে বিপদগামী, এতে অভিভাবকসহ সচেতন মহল শঙ্কিত। এহেন প্রেক্ষাপটে মাদকের বিস্তার রোধসহ এর সাথে জড়িতদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার শপথ নিয়ে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী সমাবেশ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় ভোলাচং স্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।
রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক গণপরিষদ সদস্য আবুল কালাম ভুইয়া, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন, রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত আলী হাজারী। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি বলেন, মাদকের ভয়াবহতা রোধে সন্তানদের প্রতি অভিভাবকদেরকে আরো বেশী সচেতন হতে হবে। মাদকের বিরুদ্ধে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। পাশাপাশি যারাই মাদকের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার হুশিয়ারী দেন। সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী জেলা হবার সুবাধে মাদক পাচারকারীদের কাছে নিরাপদ করিডোর হিসেবেও ব্যবহৃত। প্রায়শই মাদক পাচারকারীরা ধরাও পড়ে। মঙ্গলবার দুপুরে
জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের রেনু মিয়ার পুত্র রুমেল মিয়াকে (২০) দুই কেজি গাঁজাসহ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড় থেকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ। গ্রেপ্তারকৃত রুমেল মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি শাহজালাল নিশ্চিত করেন। মাদকের বিস্তারে যুবসমাজ ক্রমশই ধাবিত হচ্ছে ধ্বংসের পথে। সাম্প্রতিক সময়ে এখানকার বিভিন্ন পাড়া মহল্লাসহ অলি-গলিতে মাদের প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এতে অভিভাবকসহ সচেতন মহল শঙ্কিত। তাছাড়া মাদকের বিস্তারের ফলে সমাজে দেখা দিচ্ছে বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড।