ব্রাহ্মণবাড়িয়ায় হিফজুল কোরআন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
আরো পড়ুন:
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা হিফজখানা ঐক্য পরিষদ শিক্ষাবোর্ডের আয়োজনে প্রথমবারের মতো জেলাব্যাপী অংশগ্রহণকারীদের সমন্বয়ে অনুষ্ঠিত হলো হিফজুল কোরআন বৃত্তি পরীক্ষা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রসা ও নূরে মদিনা মাদ্রসায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সদর উপজেলার বিভিন্ন মাদ্রসার ৬৩০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এতে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা হেলাল উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল খায়ের, হাফেজ মাওলানা জামাল উদ্দিন, হাফেজ মাওলানা ইছহাক উদ্দিন, হাফেজ মাওলানা খাইরুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুল বাছির। পরীক্ষায় হাফেজ মাওলানা হামিদুল হক, হাফেজ মাওলানা এমদাদুল হকসহ ১২ জন শিক্ষক পরিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
সমগ্র জেলায় আহলুল কুরআন ওয়াসসুন্নাহ্ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া সদর’র সহযোগিতায় এক হাজার শিক্ষর্থী পরীক্ষায় অংশগহণ করেন। আগামী ১৫ অক্টোবর অনলাইনে সকল পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে। এই পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনাসহ সনদপত্র দেয়া হবে বলে আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে।