ব্রাহ্মণবাড়িয়া আমার জন্য আপন জায়গা ; মতবিনিময় সভায় ইউএনও পঙ্কজ বড়ুয়া 

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
পদোন্নতিসূত্রে বদলী হওয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়ার সম্মানে প্রেস ক্লাব কর্তৃপক্ষ আয়োজন করে বিদায়ী মতবিনিময় সভা। শনিবার (৪ সেপ্টেম্বর) রাত আটটার দিকে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিম অনুষ্ঠানে বরিতের বক্তৃতায় পঙ্কজ বড়ুয়া ব্রাহ্মণবাড়িয়াকে তাঁর আপন জায়গা বলে উল্লেখ করেন।
প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। সভায় অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু এবং সৈয়দ মিজানুর রেজা। অনুষ্ঠানে বিদায়ী ইউএনও পঙ্কজ বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শাহজাহান সাজু এবং পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ। শুভেচ্ছা স্মারক তুলে দেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু এবং সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান। প্রেস ক্লাবের তৃতীয় প্রকাশনা ‘প্রবাহ’ বিদায়ী ইউএনও’র হাতে তুলে দেন প্রেস ক্লাবের পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ।
বরিতের বক্তৃতায় বিদায়ী ইউএনও পঙ্কজ বড়ুয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া আমার জন্য আপন জায়গা। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের হৃদয়ের উষ্ণতা ভুলে যাওয়ার মতো নয়। এই জেলার সাংবাদিকসহ সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ। মানুষের জন্যে কাজ করার চেষ্টা করেছি। আমি একটা নীতিতে বিশ্বাস করি। আর তা হলো মানুষকে সম্মান করা। কর্মকালে চেষ্টা করেছি মানুষকে সম্মান করতে এবং সম্মান দিতে। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান বলেন, সদর উপজেলায় অনেক ইউএনও এসেছেন-গিয়েছেন। কিন্তু পঙ্কজ বড়ুয়া অন্যদের থেকে ব্যতিক্রম বলেই প্রেস ক্লাব তাঁকে বিদায়ী সংবর্ধনায় সম্মানিত করেছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রথমবারের মতো কোনো ইউএনও’র বিদায়ী মতবিনিময় সভার আয়োজন করেছে। আর সেটি হয়েছে তাঁর কর্মগুণের কারণেই। তিনি একজন মানবিক, করোনার সম্মুখযোদ্ধা ও কাজপাগল মানুষ। দিনরাত নিরলসভাবে কাজ করে গেছেন। যেখানেই যাবেন স্বমহিমায় উদ্ভাসিত হবেন।
প্রেস ক্লাবের কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, সাবেক সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক আ.ফ. ম কাউসার এমরান, সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. আকরাম ও মফিজুর রহমান লিমন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক কোষাধ্যক্ষ আশিকুল ইসলাম, ক্লাব সদস্য নিয়াজ মোহাম্মদ খান বিটু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ।