ভারতে পালানোর সময় প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি আটক

 

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লার তিতাসে প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি আব্দুল কাদের মোল্লাকে (৫০) সুনামগঞ্জের টেকের হাট দিয়ে ভারতে পালানোর সময় গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ। সুনামগঞ্জ থানা পুলিশের সহায়তা তিতাস থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার আসামিকে কোর্টের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

তিতাস থানায় অফিসার ইনচার্জ সুদীন চন্দ্র দাস জানান, ২৫ জুন সকালে শারীরিক প্রতিবন্ধী কিশোরী তার নিজ বাড়ির পিছনে পাকা রাস্তায় যায়। এ সময় একই গ্রামের আব্দুল হাকিমের নির্মাণাধীন বিল্ডিংয়ের ঠিকাদার আব্দুল কাদির প্রতিবন্ধীকে খাবারের লোভ দেখিয়ে বিল্ডিংয়ের ভিতর নিয়ে ধর্ষণ করে। এঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আবদুল কাদিরকে দায়ী করে গত ২৬জুলাই তিতাস থানায় একটি মামলা করেন। বুধবার রাতে তাকে ভারতে পালানোর সময় গ্রেফতার করা হয়।