‘ভালো ছাত্রছাত্রী হওয়ার আগে ভালো মানুষ হওয়া জরুরি‘

বরুড়ায় ‘হোসেনপুর প্রগতিশীল প্লাটফর্ম ‘র আত্মপ্রকাশ।

inside post

ইলিয়াছ হোসাইন।।
গ্রামের শিক্ষার্থীদের শিক্ষা বিস্তার,অসহায়-দরিদ্র মানুষের সুচিকিৎসা নিশ্চিতকরণ,বই পাঠের মাধ্যমে মাদকমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার প্রয়াস নিয়ে কুমিল্লায় বরুড়া উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের হোসেনপুর গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন হোসেনপুর প্রগতিশীল প্লাটফর্ম  আত্মপ্রকাশ করে। শুক্রবার সন্ধ্যায় গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৩২জন এসএসসি পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ করা হয়।

(বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং  ও অতিথিদের সাথে শিক্ষার্থীরা)
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)আহমেদ হাসান, বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, , এটিএন নিউজ,এটিএন বাংলার জেলা প্রতিনিধি খায়রুল আহসান মানিক,বাংলাদেশ প্রতিদিন কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা।সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মোস্তফা কামাল। বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও সমাজ সেবক গাজী ওয়াহেদুল হক,প্রফেসর দেলোয়ার হোসেন খোকন,ইউনূস সর্দার,খোকন ভেন্ডার,মেম্বার আক্তার হোসেন শাহিন,মৌলভী আব্দুল মালেক,প্রফেসর হোসেন আবেদিন,গোলাম জিলানীসহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

(বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক ও অতিথিদের সাথে শিক্ষার্থীরা)

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এমদাদুল হক রিপন ও ডা. আদিব। সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন নাহিদ জাহাঙ্গীর দিপু ও মোরশেদ আলম পাবেল। অনুষ্ঠানের লক্ষ -উদ্দেশ্য পাঠ করেন মো.ইলিয়াছ হোসাইন। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবী অ্যাড.উজ্বল হোসেন রুবেল,আরিফ হোসেন,জাহিদুল ইসলাম, ইমান হোসেন,হাবিবুল বাশার,মো.সাব্বির হোসেন,নাদিমুল ইসলাম জুয়েল। আপ্যায়নে ছিলেন কুসুম কলি,জান্নাতুল ফেরদাউস ও খোদেজা আক্তার।

( অনুষ্ঠানে উপস্থিতির একাংশ)

অনুষ্ঠানের প্রধান অতিথি নু-এমং মারমা মং বলেন,আমাদের সন্তানদের ভালো ছাত্রছাত্রী হওয়ার আগে ভালো মানুষ হওয়া জরুরি।বিশেষ করে তাদের আদব-কায়দা ও নৈতিক শিক্ষা চর্চা করতে হবে। একজন আদর্শ ছাত্রছাত্রীর কি কাজ তা জানতে হবে।আমাদের সমাজকে উন্নত করতে হলে আমাদের সন্তানদের সুশিক্ষার প্রতি অগ্রসর করতে হবে। আর হোসেনপুর প্রগতিশীল প্লাটফর্ম সেই লক্ষ্যেই কাজ করবে।এ প্লাটফর্ম সমাজের আলোকবর্তিকা হিসেবে কাজ করে যাবে। সবার মাঝে আলো ছড়িয়ে দেবে।বই পাঠের মধ্য দিয়ে মাদক মুক্ত সমাজ গড়বে। হোসেনপুর গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যতোটুকু সহযোগিতা করা যায় ততোটুক সহযোগিতা এ প্লাটফর্মকে করে যাবো।

আরো পড়ুন