ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বৃত্তি

 

কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ৩০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেন অতিথিরা। এতে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও কলেজ পরিচালনা পরিষদ সদস্য হাসান ইমাম মজুমদার। তিনি মেধাবীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। ইতোমধ্যে তিনি অনার্স ও ডিগ্রির মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির পাঁচ লাখ টাকা তহবিলে জমা দেন এবং আরও পাঁচ লাখ টাকা দেয়ার কথা নিশ্চিত করেন। তাছাড়াও উচ্চমাধ্যমিকের মেধাবী শিক্ষার্থীদের জন্য সমপরিমাণ অর্থ বৃত্তি তহবিলে জমা দেয়ার ঘোষণা দেন। বর্তমান অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোস্তাক আহমদ। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সহকারী অধ্যাপক মো. শাহ জাহান। শিক্ষক পরিষদ সম্পাদক ও সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালায় এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক নাজমুন নাহার এবং সহকারী অধ্যাপক কামরুর রশীদ।

-প্রেস বিজ্ঞপ্তি।