ভিক্টোরিয়ার ক্যাম্পাসে চলছে শ্রেষ্ঠত্ব লড়াই
আবু সুফিয়ান রাসেল।।
আরো পড়ুন:
ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে শুরু হয়েছে শ্রেষ্ঠত্বের লড়াই। ২০ বিভাগের অংশ গ্রহণে সর্বমোট ২৭টি বিতর্ক প্রতিযোগীতা চলবে মাস ব্যাপী। মঙ্গলবার (২১জুন) ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস) আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যক্ষ ড. আবু জাফর খান।
প্রধান অতিথির বক্তব্যে ভিসিডিএসের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আবু জাফর খান বলেন, এ কলেজে নয়টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, যার অন্যতম হলো ভিসিডিএস। এ সংগঠন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে তর্ক করে জয় পেয়েছে। একাধিকবার টেলিভিশন বিতর্ক প্রতিযোগীতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা
আন্তঃবিভাগ বিতর্কের মাধ্যমে প্রতিটি বিভাগের শ্রেষ্ট বিতার্কিকদের একসাথে করে কলেজের সেরা, কুমিল্লার সেরা, চট্টগ্রাম বিভাগে সেরা হয়। দিনশেষে আমরা সামনের বিতার্কিকরা দেশসেরা চ্যাম্পিয়ন হয়। আর এ চ্যাম্পিয়নের তৈরির কারিগর হলো ভিসিডিএস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন, ভিসিডিএস মডারেটর মোহাম্মদ রাফিউল ইসলাম, আইপিডিসি ফাইন্যান্স কুমিল্লা শাখার ব্যবস্থাপক এইচ.এস.এম শাফী বিন আলম। সভাপতিত্ব করেন, ভিসিডিএস সভাপতি শাহনূর কিবরিয়া সুজন।
ভিসিডিএস সভাপতি শাহনূর কিবরিয়া সুজন বলেন, কলেজের ২০টি বিভাগের অংশ গ্রহণে প্রথম রাউন্ড, এখান থেকে আট বিভাগ যাবে কোয়াটার ফাইনালে, সেরা চার বিভাগ যাবে সেমি ফাইনালে, দুটি বিভাগ ফাইনাল রাউন্ডে অংশ গ্রহণ করবে। আর চূড়ান্ত পর্বটি ঈদুল আজহার পর বড় আয়োজনে অনুষ্ঠিত হবে। এটি অষ্টম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগীতা।
প্রসঙ্গত, সত্যকে চিনে নাও যুক্তির নিরিখে” এ শ্লোগানে ২০০১ সালের ১৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)।
জাতীয় টেলিভিশন বিতর্কে একাধিক বার জয়ী হয়েছে এ সংগঠন।