মহাসড়কের ১৫ কিলোমিটার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান

 

আমোদ রিপোর্টার।।

বিশ্ব পরিবেশ দিবসে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশের ১৫ কিলোমিটার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। শনিবার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ থেকে চান্দিনা সদর পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া ওই এলাকায় সচেতনতার ব্যানার ফেস্টুন হাতে মানববন্ধন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন (বিএফএফ) ও হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে এই দিবস পালন করা হয়। এতে অংশ নেন হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ সালেহ আহাম্মদ, ফাউন্ডেশনের উপদেষ্টা মতিন সৈকত, নির্বাহী পরিচালক এস এম মিজান, বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক পরিচালক মাহবুব রাহী প্রমুখ।