‘মাশরুম চাষে ১০গুণ লাভ’

প্রতিনিধি।।
১০টি প্যাকেট স্পনের(বীজ) দাম ১৭০টাকা। সেই প্যাকেট থেকে মৌসুমে ১৬০০-২০০০টাকার মাশরুম পাওয়া যায়। প্যাকেটে পানি দেয়া ছাড়া তেমন খরচ নেই। সে হিসেবে মাশরুম চাষে ১০গুণ লাভ। মাশরুম চাষ করে পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর সাথে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হওয়া যায়।


বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয় মিলনায়তনে আয়োজিত মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণের আওতায় মাঠ দিবসের আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
এতে প্রধান অতিথি ছিলেন হর্টিকালচার সেন্টার কুমিল্লার উপ-পরিচালক মো. আমজাদ হোসেন। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক আইউব মাহমুদ।


বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শেখ আজিজুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য)আল-মামুন রাসেল,বুড়িচং উপজেলা কৃষি অফিসার আফরিণা আক্তার,চৌদ্দগ্রাম উপজেলা কৃষি অফিসার জোবায়ের আহমেদ। বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুলতানা ইয়াসমিন, উদ্যোক্তা ইয়াসমিন আক্তার ও মাহমুদুল হাসান রাহাত প্রমুখ। এসময় উদ্যোক্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে একই দিন একই কার্যালয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উদ্যোগে আয়োজিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। এসময় মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা।