মিয়ানমারে ৩০ সেনাকে হত্যা করেছে সশস্ত্র গোষ্ঠী

আমোদ ডেস্ক।।

 

মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) সহ একাধিক জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী। তাদের দাবি, দেশজুড়ে নতুন করে হামলা চালিয়ে দুই দিনে প্রায় ৩০ সেনাকে হত্যা করেছে।

সাগাইং, বাগো, তানিনথারি, চিন, রাখাইন এবং কারেন রাজ্যে লড়াইয়ে এসব সেনা হতাহত হয়। খবর আলজাজিরার।
মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতি বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে জানিয়েছে, উল্লেখযোগ্য হামলার মধ্যে রাখাইন এবং চিন রাজ্যের শহরগুলোতে আরাকান আর্মির (এএ) সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১০ জান্তা সদস্য নিহত হয়। রাখাইনে আরও কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে। 

বুধবার সাগাইংয়ের তাজ এলাকায় কমপক্ষে ১২ জন সেনাকে হত্যার দাবি করেছে পিডিএফ সদস্যরা। দুই ঘণ্টার লড়াইয়ে কয়েকজন সশস্ত্র পিডিএফ সদস্যের আহতের খবর জানা গেছে। এ ছাড়া বাগো অঞ্চলে ইয়েদাশে-পিডিএফের সঙ্গে সংঘর্ষে আরও সাত সেনা নিহত এবং ৯ জন আহত হয়।

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি সু চির সরকার ক্ষমতাচ্যুত করে মিয়ানমার সামরিক বাহিনী। তবে জোর করে মিয়ানমার সেনাবাহিনীর ক্ষমতা দখলকে ভালোভাবে নেয়নি সাধারণ মানুষ। তারা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

মিয়ানমারের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০২৩ সাল শেষ হওয়ার আগে অর্থাৎ আগামী এক বছরের মধ্যে পতন হতে পারে মিয়ানমার জান্তা সরকারের।