মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনে ছয়জনের কারাদণ্ড

 

আমোদ প্রতিনিধি ।।
কুমিল্লার মেঘনা উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয়জনকে একমাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইটি ড্রেজার মেশিন আটক করা হয়েছে। উপজেলার নলচর সাপমারা এলাকায় এ অভিযান চালানো হয়। সাজাপ্রাপ্তরা হলেন, ওই এলাকার বাসিন্দা শহীদ মিয়া (৩০), আশাদ উল্লাহ (৩৫), ইকবাল হোসেন (২৭), মামুন মিয়া (৩০), আলমাস মিয়া (৫৫) ও জনি (২২)। তাদের শনিবার কারগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় বলেন, উচ্চ আদালতের স্থগিতাদেশ অমান্য এবং সীমানা লঙ্ঘন করায় মোবাইল কোর্টের মাধমে ওই ছয়জনকে শুক্রবার একমাস করে বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ইজারদাররা দিনের বেলা নির্দিষ্ট এলাকায় বালু উত্তোলন করলেও রাতে নদী সংলগ্ন গ্রাম এবং ফসলি জমির কাছাকাছি বালু উত্তোল করে। এতে তীরের বাড়ি-ঘরসহ নানা স্থাপনা ভাঙনের কবলে পড়ে। এনিয়ে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবিরসহ ১২ জন উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। ২০ অক্টোবর উচ্চ আদালত বালু উত্তোলন না করার জন্য স্থগিতাদেশ দেন।