ময়নামতি ইউনিয়নে ভোটকেন্দ্রে ইভিএম মেশিন ভাঙচুর

 

আমোদ প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে নির্বাচনের দুই দিন আগে দুটি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় সেখানে উপস্থিত নির্বাচন কর্মকর্তাদের মারধরের অভিযোগও উঠেছে। শনিবার ইউনিয়নের নামতলা বড় বাড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন। তিনি বলেন, এসময় দুটি ইভিএম মেশিন ভাঙচুর করা হয়।

বুড়িচং উপজেলার নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, একদল সন্ত্রাসী ওই কেন্দ্রে হামলা করে ইভিএম মেশিন ভাঙচুর করে। ঘটনার সময় স্থানীয় ভোটারদের ইভিএম মেশিনে ভোট দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাচন কর্মকর্তা ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য যাচাই শেষে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

উল্লেখ্য-সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হবে। এ জন্য ১০৩টি কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। শুধুমাত্র ময়নামতি ইউনিয়নেই ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হবে।