সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস নেবে কুবি

প্রতিনিধি।।
দেশে চলমান বিদ্যুৎ সংকট মোকাবেলায় সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ^বিদ্যালয় (কুবি)। বাকি চারদিন সশরীরে ক্লাস চলবে। ১ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। রোববার বিশ^বিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।
উপাচার্য আবদুল মঈন বলেন, সরকারের কৃচ্ছতাসাধন নীতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমগ্র বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়গুলো অধিক দায়িত্বশীল প্রতিষ্ঠান। সংকট নিরসনে আমাদেরকেই নেতৃত্ব দেওয়া উচিত।