স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক কুমিল্লার খুরশীদ আলম
আমোদ ডেস্ক।।
আরো পড়ুন:
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া গ্রামে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এই আদেশ জারি করা হয়েছে।
বিতর্কের মুখে পদত্যাগ করা স্বাস্থ্য অধিদপ্তরের বিদায়ী মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদের পদত্যাগপত্র আজই গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আবুল কালাম আজাদের আবেদনের প্রেক্ষিতে সরকারের সাথে তার করা চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ ২১ জুলাই থেকে বাতিল করা হলো।