হামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আহত, ৭জন কারাগারে

প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে অভিযানে গিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩ কর্মকর্তাসহ ৮ জন আহত হয়েছেন। এ সময় মাদক কারবারী চক্রের ৩ নারীসহ ৭ সদস্যকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী। আটককৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বৃহস্পতিবার উপজেলার আশরা গ্রামে জলিল চৌকিদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক কারবারীরা চাইনিজ কুড়াল, রামদা ও লাঠি নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে অধিদপ্তরের ৩ কর্মকর্তসহ ৮ জন আহত হন। আহতদের মধ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপ-পরিদর্শক মিজানুর রহমান, শাহাদাত হোসেন ও রোকন কান্তি পাল, সিপাহি আ,ন,ম আশিকুর রহমান, ইমাম হোসেন ও আজহারুল হককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ৩ নারীসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করে আইন-শৃংখলা বাহিনী। আটককৃতরা হলো, দেবিদ্বার উপজেলার আশরা গ্রামের আব্দুল মজিদের পুত্র দুলাল মিয়া (৫৫), তার স্ত্রী অজুফা(৫০), দুই ছেলে মাহফুজুর রহমান(২৮), মামুন মিয়া(৩২), দুই মেয়ে নাঈমা ইসলাম(২২), ফাহিমা আক্তার(২০) ও একই গ্রামের রাজ্জাকের ছেলে কালাম(২৫)।
ওই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা সার্কেলের পরিদর্শক মাহবুবুল আলম বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি জানান, মাদকের একটি চালান জব্দ করতে গেলে মাদক ব্যবসায়ীরা আমাদের ওপর হামলা করে। এসময় আমরা ৭ জনকে আটক করতে সক্ষম হই।