হার্টলেস ……..মোঃ রাশেদ আলম

 

ইটপাথরের কোলঘেষে,
মানুষের হৃদয়টা পাথর হয়ে গেছে।
কৃত্রিমতার অন্তরালে,
ভালোবাসা ছাঁই হয়ে ওড়ে।

প্রকৃতি প্রকৃতির জায়গায় ঠাঁই দাঁড়িয়ে আছে।
মানবতা উড়তেছে তার উল্টোদিকে।
কৃত্রিম বুদ্ধিমত্তার চাকচিক্য,
মানুষ ভূলে গেছে ভালোবাসার প্রকৃত সত্য।

পশ্চিমা সংস্কৃতির অন্ধ বেড়াজালে,
মানুষের চোখে ধুলোর ছিটানি মারে।
আধুনিক নগরের রঙ্গ মঞ্চে উঠলো মানুষ,
নিচ্ছে না তাদের পল্লী জননীর শিখরের খবর।

জীবনের অন্তিম মূহুর্তে
পিতা মাতার আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে,
ছেলে মেয়ের জায়গা হয়,
আধুনিক ফ্যাশনের রঙ্গ মঞ্চে।

আমি ভরা যৌবনে,
যে কর্ম উপস্থাপন করেছি,
কালক্রমে সেই কর্মই আমাকে
হাতছানি দিয়ে ডাকছে।

রং ধরা যৌবন জং ধরে শেষ,
আমি হবো বিদ্ধাশ্রমে নিঃশেষ।
নব্য প্রযুক্তির নব্য হাতিয়ার
মানুষের হৃদয় এখন অমানবিকতার হাতিয়ার।

বড় বড় অট্টালিকা আর প্রাসাদে ঠাসা ঠাসা,
মানবতার ভালোবাসা হয়ে গেল কোণঠাসা।
ধর্ম বর্ণ নির্বিশেষে গাইতে হবে মানবতার গান
থাকতে হবে মানবতার পাশে।

মানব সেবার ব্রতচারী হতে হবে প্রতিটি মানবকে,
তাহলেই পৃথিবীর বুকে টিকে থাকবে
মানব সেবার নিদারুন অস্তিত্ব।