৫২ বছরের রাজনীতির জীবনে এমন উদ্যোগ আর দেখিনি- এড. আবুল হাসেম খান

 

মোহাম্মদ শরীফ।

‘আমার ৫২ বছরের রাজনৈতিক জীবনে অনেক সভা সামাবেশ করেছি। তাল গাছ লাগানোর মতো মহতী আয়োজন এই প্রথম’ এমন মন্তব্য করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-বিপাড়া) সাংসদ এড. আবুল হাসেম খান। রবিবার দুপুরে বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ে তালের বীজ রোপণ উদ্বোধন কালে এসব কথা বলেন। বি-পাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন ও পার্শবর্তী অঞ্চলে দশ হাজার তালের বীজ রোপণ করা হবে। শিদলাই ইউনিয়ন প্রবাসী বঙ্গবন্ধু পরিষদ ও ‘আমরা এলাকাবাসী’ ফেসবুক গ্রুপ সদস্যদের সমন্বয়ে এই উদ্যোগ গ্রহন করা হয়। তালের বীজ রোপণ উদ্বোধন ঘোষণা করেন এড. আবুল হাসেম খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি-পাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন।

দুলালপুর এস এম এন্ড কে উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাছির উদ্দিন (বি এস সি) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিথি বৃন্দ। এসময় তারা প্রয়াত সাংসদ আবদুল মতিন খসরু কে স্মরণ, সড়ক সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের দাবি তুলে ধরেন। এছাড়া দূর্যোগ মোকাবেলায় তাল গাছ রোপষ কর্মসূচির প্রশংসা করেন। বজ্রপাতে নিহত জান্নাত আক্তারের মায়ের হাতে শিদলাই ইউনিয়ন প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের অন্যতম উপদেষ্টা হোসাইন এম চৌধুরীর দেয়া ৫ হাজার টাকার অনুদান তুলে দেন প্রধান অতিথি।

তাল গাছ রোপণ কার্যক্রমে সার্বিক সহায়তা করেন শিদলাই ইউনিয়ন প্রবাসী বঙ্গবন্ধু পরিষদ উপদেষ্টা হোসাইন এম চৌধুরী বাবু, সভাপতি খোরশেদ আলম বাঘা, সাধারণ সম্পাদক আল-আমিন ফকির, ‘আমরা এলাকাবাসী’ গ্রুপ ইমন ইমরান সহ সেচ্ছাসেবী তরুণ প্রজন্ম।

আয়োজনে উপস্থিত ছিলেন বি-পাড়া উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, বি-পাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. আবদুল বারী, বি-পাড়া যুবলীগ আহবায়ক মো জহিরুল হক, বি-পাড়া সেচ্ছাসেবকলীগ সভাপতি মোস্তফা আলী শাহীন, সম্পাদক বিল্লাল হোসেন সরকার, উপজেলা শ্রমিকলীগ সম্পাদক গাজী আবদুল হান্নান, ২নং শিদলাই ইউনিয়ন চেয়ারম্যান গিয়াস উদ্দিন মোহাম্মদ, সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি উজ্জল কুমার, সম্পাদক- এনামুল হক সুমন, শিদলাই ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবদুল কাদের বাচ্চু, গিয়াস উদ্দিন মাস্টার, ডা. আবদুল কুদ্দুস, রফিকুল ইসলাম মাস্টার, উপজেলা যুবলীগ সদস্য মশিউর রহমান সোহাগ,বেড়াখলা গ্রামের কৃতি সন্তান অধ্যাপক আলী ইমাম, মোখলেসুর রহমাস মাস্টার, সাইফুল ইসলাম সোহরাব, মাজহারুল ইসলাম মুন্সি সহ বুড়িচং-বি-পাড়া উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।