ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল-সমাবেশ

inside post
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায়  শুক্রবার (১৩ অক্টোবর) সকালে বাংলাদেশ যুবমৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল-সমাবেশ। প্রেস ক্লাব চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ করে। কর্মসূচিতে একাত্মতা পোষণ করে জেলা ওয়ার্কার্স পার্টি, হিন্দু ছাত্র মহাজোটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।
জেলা যুব মৈত্রীর সভাপতি কাজী তানভীর মাহমুদ শিপনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, সাধারণ সম্পাদক কমরেড আবু সাঈদ খান, জেলা যুব মৈত্রীর সাবেক আহ্বায়ক ও জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড অ্যাডভোকেট মোহাম্মদ নাসির, জেলা নারী মুক্তি সংসদের সভাপতি কমরেড ফজিলাতুন্নাহার, শ্রমিক নেতা কমরেড সামসুল আলম, যুব মৈত্রী নেতা ওলির রহমান কামাল, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির প্রমুখ।
সভায় বক্তারা ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  বলেন, এতো বছর ধরে ইসরাইলীরা গাজা নগরীসহ সমস্ত ফিলিস্তিনে মানুষ ও শিশু হত্যা চালিয়ে আসছে। ফিলিস্তিন বাসভূমি দখল করে অবৈধ ইহুদী বসতি স্থাপন করেছে। সর্বশেষ তারা গাজা নগরীকে সম্পূর্ণ অবরুদ্ধ করে পানি, বিদ্যুৎ,গ্যাস সবকিছু বন্ধ করে দিয়েছে। তারা ইতোমধ্যে ঘোষণা করেছে যে গাজা নগরীকে জনমানবহীন দ্বীপে পরিণত করার ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনকে ধ্বংস করতে একাট্ট হয়েছে পশ্চিমা শক্তি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী রণতরী পাঠিয়েছে। ফিলিস্তিনীদের সামনে তার নিজ বাসভূমির জন্য লড়াই করা ছাড়া কোনো পথ নেই। বাংলাদেশ যুব মৈত্রীসহ এদেশের শান্তিকামী মানুষ সবসময় ফিলিস্তিনের সাথে আছে। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান। ফিলিস্তিনের বীর জনতাকে জানাই লাল সালাম। এদিকে কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, পৌর ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মো. নাসির, সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আল আমিন, কবির কলম সভাপতি হুমায়ন কবীর, সংস্কৃতি কর্মী আজিজা সোপান, সনাতন বিদ্যার্থী শুভ জিৎ বিশ্বাস, হিন্দু ছাত্র মহাজোট সভাপতি নিখিলেশ দাস প্রমুখরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন