এক কিলোমিটার ধাওয়া করে একজনকে আটক
উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম।।
কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধ অস্ত্রধারী ও মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে সেনাবাহিনী । মঙ্গলবার(৮জানুয়ারি) সকালে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ থেকে তাকে আটক করা হয়।
সেনাবাহিনী জানায়, স্থানীয় এক ব্যক্তি চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পে যোগাযোগ করে অস্ত্রধারীদের ব্যাপারে তথ্য দেন। তথ্য পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অভিযানের টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এক কিলোমিটার ধাওয়া করে কাজী হালিমকে আটক করে। আটক কাজী হালিম বারাইশ গ্রামের কাজী শহিদুর রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কাজী হালিম জানায়, সেনাবাহিনী পৌঁছানোর দশ মিনিট আগে তার ভাই কাজী শাহআলম একটি সাদা অ্যাক্সিও গাড়ি যোগে পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, কাজী শহিদুর রহমানের তিন ছেলে। কাজী শাহআলম, কাজী শাহজাহান ও কাজী হালিম। পালানোর সময় কাজী শাহআলমের কোমরে পিস্তল ছিল এবং সে দীর্ঘদিন সে দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত। এছাড়াও স্থানীয়রা অভিযোগ করেন, স্থানীয়ভাবে কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করলে কাজী হালিম তাদের ওপর আক্রমণ করার চেষ্টা করেন। এলাকাবাসী এই পরিবারটির সন্ত্রাসী কার্যক্রমে ক্ষুব্ধ। অবৈধ অস্ত্রধারী ও মানবপাচারকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে। আটক কাজী হালিমকে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান জানান, সেনাবাহিনী কাজী আবদুল হালিম নামের একজনকে থানায় হস্তান্তর করেছে, যা আইনগত প্রক্রিয়াধীন। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।