ভিক্টোরিয়া কলেজে ক্যাম্পাস বার্তার মোড়ক উন্মোচন
প্রতিবেদক।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষার্থীদের মুখপত্র ‘ক্যাম্পাস বার্তা’ পত্রিকার ২০তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ক্যাম্পাস বার্তার জানুয়ারি-ফেব্রুয়ারি-২০২৫ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মো. আবুল বাশার ভূঞা। সম্পাদক আবু সুফিয়ানের সভাপতিত্বে অতিথি ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ গোলাম সোহরাব হাসানসহ অন্যান্য শিক্ষকরা। এদিকে বেলা ১১টায় সাহিত্য আড্ডা কথোপকথন আয়োজন করে ক্যাম্পাস বার্তা। এতে অতিথি ছিলেন জাপান প্রবাসী লেখক, গবেষক ও শিশু সাহিত্যিক প্রবীর বিকাশ সরকার ও বাংলা বিভাগের প্রধান প্রফেসর মশিউর রহমান ভূঞা। ঘণ্টাব্যাপী প্রাণবন্ত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। শেষ পর্বে প্রশ্নোত্তরে অংশ গ্রহণ করেন অতিথিরা।
ক্যাম্পাস বার্তার প্রধান পৃষ্ঠপোষক কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঞা , পৃষ্ঠপোষক উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ, প্রধান উপদেষ্টা রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইউনুস মিঞা, উপদেষ্টা হিসাববিজ্ঞানের প্রভাষক মোঃ আফজাল হোসেন, ২০তম সংখ্যার সম্পাদনা পরিষদে আছেন সম্পাদক আবু সুফিয়ান, নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম সুমন, বার্তা সম্পাদক মাকছুদুর রহমান, দপ্তর সম্পাদক সীমা আক্তার, বিজ্ঞাপন সম্পাদক আরমান হোসেন, পাঠাগার সম্পাদক লুৎফুন নেছা মম, সাংস্কৃতিক সম্পাদক আবু সাঈদ, বিভাগীয় সম্পাদক আফরোজা আক্তার লিজা, ফিচার সম্পাদক মো. রাকিব হোসেন, নিয়মিত সদস্য আমান উল্লাহ বাঁধন,শাহরিয়ার মেহরাব, তাসনিম আক্তার মীম, মো. আব্দুল্লাহ হিল কাফি, মো. মিজানুর রহমান, নুসরাত জাহান, মেহেদী হাসান শাওন,উম্মে খাদিজা (লিজা), মো. তামিম হোসেন, মো. বেলায়েত হোসেন, জোবাইর আহমেদ, মেশকাতুন নাহার।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে সাহিত্য ও সাংবাদিকতা বিষয়ক সাময়িকী দ্বি-মাসিক ক্যাম্পাস বার্তা। যার মাধ্যমে অনেক তরুণ লেখক, সাংবাদিক ও ফিচার লেখক সৃষ্টি হয়েছে।