কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে পাহারা,আসতে পারছেন না কাজের লোকও ! 

আমোদ প্রতিনিধি।।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।  রবিবার শিল্পকলা একাডেমিতে আয়োজিত
সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
 মতবিনিময় সভায় নগরীর ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সেলিম খান বলেন, মনোনয়ন পত্র সংগ্রহ করার পর  আমার বাড়ির সামনে প্রতিপক্ষের লোকজন একত্রিত হয়ে ভয়ভীতি দেখাচ্ছে। তারা  পাহারা বসিয়েছে। আমার বাড়ির কাজের মেয়েকেও আসতে নিষেধ করেছে। পনের বিশদিন ধরে কাজের মেয়ে বাসায় আসতে পারছে না। আমার প্রচারণায় যারা যাচ্ছে তাদের ছবি তুলে বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধমকি দিচ্ছে। আমাকে প্রায় একঘরে করার পরিকল্পনা করছে।
এ বিষয়ে গত ২৬ মে আমি রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।
কারা এমন কাজ করছে এমন প্রশ্নে সেলিম খান বলেন, এই ওয়ার্ডে আমিসহ ৩ জন সাধারণ কাউন্সিলর  প্রার্থী আছে। আমি কারো নাম বলতে চাই না। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করলে সব বেরিয়ে আসবে।
রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নাবী চৌধুরী বলেন,  আমরা সবার অভিযোগ আমলে নিয়ে খতিয়ে দেখছি। যদি আমরা প্রমাণ পাই তাহলে  বিধি অনুযায়ী অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।