কাজের গুণগতমান নিশ্চিতকরণে এলজিইডিতে সভা

প্রতিনিধি।।
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৩য় পর্যায়ের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন স্কিমসমূহের অগ্রগতি পর্যালোচনা ও গুণগতমান নিশ্চিতকরণ ও দ্রুত চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী প্রকৌশলীর দপ্তর,এলজিইডি(স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ) কুমিল্লার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে মঙ্গলবার এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী। প্রধান অতিথি ছিলেন জিসিপি-৩ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শরীফ হোসেন। মীর্জা মোঃ ইফতেখার আলী স্বাগত বক্তব্যে উল্লেখ করেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সকল প্রকল্পের প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য প্রধান প্রকৌশলী মহোদয়কে নির্দেশ প্রদান করেছেন। পরবর্তীতে প্রকল্পের চলমান বিভিন্ন কাজের বর্তমান অগ্রগতি এবং বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন কারিগরি বিষয়ের উপর প্রেজেন্টেশন প্রদান করেন। প্রকল্প পরিচালক মোঃ শরীফ হোসেন বলেন, প্রকল্পের কাজকে আরও গতিশীল এবং প্রতিকূলতা নিরসনে ব্যবস্থা নিতে হবে। তিনি সর্বাত্মক সহায়তা প্রদানেরও প্রতিশ্রুতি প্রদান করেন।
সভায় কুমিল্লা জেলার ১৭ উপজেলার উপজেলা প্রকৌশলীসহ জিসিপি-৩ প্রকল্পের কাজের সাথে সম্পৃক্ত ৫০ জন ঠিকাদার উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় দপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী এবং অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।