কায়সার চড়লেন ঘোড়ায়, তানিম হাতিতে

প্রতীক নিতে আসেননি সাক্কু ও সূচনা
 প্রতিনিধি।।
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)মেয়র পদে উপনির্বাচনে চারজন প্রার্থীর মধ্যে আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।  কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে সকাল ৯টা থেকে প্রতীক বরাদ্দ দেয়া শুরু করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন।
এর মধ্যে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীক। তার পক্ষে প্রতীক বরাদ্দ নেন অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফা। প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে ঘোড়া প্রতীক গ্রহণ করেন। স্বতন্ত্র প্রার্থী তাহসিন বাহার সূচনার বাস প্রতীক গ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন। প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম হাতি প্রতীক গ্রহণ করেন।

প্রতীক বরাদ্দের সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, সবাই নিয়ম মেনে প্রচারণা করবেন। আচরণবিধি ভঙ্গ করলে ব্যবস্থা নেয়া হবে। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই।
উল্লেখ্য, ২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। নির্বাচন ৯ মার্চ ইভিএমে অনুষ্ঠিত হবে। এবার ২ লক্ষ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছে।