কুবি ক্যাম্পাস পরিষ্কারে ভিসি

 

প্রতিনিধি।।
‘পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, বাড়ায় কাজে মনোনিবেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এস্টেট শাখার আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় কর্মসূচিরর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উপলক্ষ্যে র‌্যালির আয়োজন করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান পরিষ্কার করেন উপাচার্য। এসময় তিনি সবাই ক্যাম্পাস পরিষ্কার রাখতে আহ্বান জানান। এসময় নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট মো. জিল্লুর রহমান, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জিয়া উদ্দিন, এসেস্ট শাখার কর্মকর্তারাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন।