কুমিল্লায় চালককে হত্যা করে কাভার্ডভ্যান ছিনতাই

 প্রতিনিধি।
চালককে হত্যা করে কাভার্ড ভ্যান ছিনিয়ে নেয় সংঘবদ্ধ কয়েকজন। কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় আইরিশ হোটেল সংলগ্ন এলাকায় ছিনতাই ও হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। চালক ঢাকার গাজীপুর চৌরাস্তার ক্রিস্টাইল গার্মেন্টসের পোশাকভর্তি কাভার্ডভ্যান নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন।
নিহত চালক আবদুল কাদের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। তিনি ঢাকার গাজীপুরে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। হত্যাকা-ের ঘটনায় নিহতের মেয়ে শারমিন বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মঙ্গলবার একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভূইয়া।
পুলিশ কর্মকর্তা আলমগীর জানান, সংঘবদ্ধ কয়েকজন ওই কাভার্ডভ্যান ছিনতাই করে চাঁদপুরে নিয়ে যায়। সেখানে পুলিশের হাতে গ্রেফতার হন মো. রুবেল (২৭) নামের এক আসামি।
গ্রেপ্তার আসামি রুবেল নোয়াখালী জেলার সুধারাম থানার বন্দেরহাট গোরাপুর আলী একাব্বর মাস্টার বাড়ি এলাকার হুমায়ুন কবিরের ছেলে।
পুলিশ কর্মকর্তা আলমগীর আরো জানান, কুমিল্লা কোটবাড়ি এলাকায় চালককে হত্যার পর সঙ্ঘবদ্ধ দলটি মালবোঝাই কাভার্ডভ্যানটি চাঁদপুরে নিয়ে যায়। সেখানে মালামাল নামানোর সময় খবর পায় পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছামাদ গোপন সংবাদে জানতে পারেন শহরের পুরাণ বাজার দাসপাড়া এলাকার নূরীয়া পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি অটো গ্যারেজে চোরাই গার্মেন্টস পণ্য আনলোড করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে পণ্যের মালিক হিসেবে মো. রুবেল হোসেনকে উপস্থিত পান। তাকে গ্রেফতার করে কাভার্ডভ্যানসহ থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।