কুমিল্লায় তিনদিন ছিলেন সাবেক এমপি বাহার ?

শহরজুড়ে গুঞ্জন

inside post

প্রতিনিধি।
সম্প্রতি কুমিল্লা শহরে এসে তিন দিন অবস্থান করেছিলেন সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। এ নিয়ে গেলো কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গন থেকে পাড়ার চায়ের দোকানে জোর গল্প চলছে।
গেলো ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগেই কুমিল্লা ছেড়ে চলে যান বাহার, স্ত্রী মেহেরুন্নেছা ও মেঝো মেয়ে সোনালী ও ছোট মেয়ে আজিজা। রয়ে যায় তার বড় মেয়ে সাবেক মেয়র তাহসীন বাহার। বাবা বাহারের হয়ে ছাত্র আন্দোলন দমাতে সক্রিয় ভূমিকা রাখেন তাহসীন বাহার। ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে থাকেন তাহসীন বাহার। পরে দালাল ধরে চোরাই পথে ভারতের আগরতলা চলে যান তাসহীন বাহার। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি জানান দেন। ৫ আগস্টের পরে হত্যা এবং হত্যা চেষ্টাসহ আরো অন্যান্য ধারায় বাহার ও তার মেয়ে তাহসীন বাহারসহ মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিরুদ্ধে সদর দক্ষিণ ও কোতয়ালী মডেল থানায় এক ডজনের বেশি মামলা দায়ের করা হয়।
এদিকে গেলো কয়েক দিন নগরীর অফিস পাড়া থেকে চায়ের দোকানে জোর গুঞ্জন চলছে সাবেক সাংসদ বাহার কুমিল্লা এসে তিন দিন ছিলেন। এ সময় তিনি জরুরি কাজ শেষে আবারো ভারতে ফিরে যান। তবে বাহার কুমিল্লার কোথায় অবস্থান করেছিলেন এমন তথ্য কেউ নিশ্চিত করতে পারেন নি।
এদিকে একাধিক সূত্র নিশ্চিত করেছে, বাহার এখন কলকাতায় অবস্থান করছেন। তার শরীর ভালো না। গলায় ক্যান্সার হওয়ায় চিকিৎসা নিচ্ছেন। আগের মত চলাফেরা করতে পরছেন না। সার্বক্ষণিক চিকিৎসকের পরামর্শে চলতে হচ্ছে।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদুল করিম খান জানান, বাহার কুমিল্লা এসে তিন দিন ছিলেন এটা গালগল্প ছাড়া আর কিছুই না। আমাদের কাছে এমন কোন তথ্য নেই। কেউ হয়তো ইচ্ছে করেই এমন গুজব ছড়িয়ে দিয়েছে।

আরো পড়ুন