কুমিল্লায় দশ লাখ শিশু পাবে ভিটামিন-এ ক্যাপসুল

মোহাম্মদ শরীফ।।
কুমিল্লায় চলতি বছর ৯ লাখ ৬২ হাজার ৯৪২ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মাঝে ৬-১১ মাস বয়সী শিশু ১ লাখ ১১ হাজার ৯৯১ জন, ১২-৫৯ মাস বয়সী শিশু পাবে ৮ লাখ ৫০ হাজার ৯৫১ জন। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডাঃ আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ। তিনি জানান, আগামী ১৫ মার্চ জেলায় ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’ উদযাপন করা হবে। জেলায় মোট ৫ হাজার ৩৯টি কেন্দ্রে ১০ হাজার স্বেচ্ছাসেবক ও মাঠ কর্মী এই সেবা দিবেন। ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলা সিভিল সার্জন কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে আরো বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন রেজা মো. সারোয়ার আকবর, মেডিকেল অফিসার ডাঃ ফাতিমা আক্তার, ডাঃ ফারিয়া জাফরিন আনসারী।
এসময় বক্তারা বলেন, ‘শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে। আমাদের উদ্দেশ্য শিশু মৃত্যু শূণ্যের কোটায় নিয়ে আসা। শিশুর ভিটামিন-এ ক্যাপসুল নিয়ে অনেক গুজব প্রচলিত। এসব গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে।’
