কুমিল্লা সিটির ১১৪টি কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

 

inside post

মোহাম্মদ শরীফ।।
কুমিল্লা সিটিতে ১১৪টি কেন্দ্রে ৫৫ হাজার ১৯১জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৫ মার্চ একদিন ব্যাপী জাতীয় ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন বাস্তবায়ন করবে কুমিল্লা সিটি করপোরেশন। এতে ৬-১১ মাম বয়সী ৭ হাজার ৮২৫জন শিশুকে একটি করে নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম। এছাড়া ভিটামিন-এ ক্যাম্পেইনের প্রতিটি টিকাদান কেন্দ্রে দুইজন স্বেচ্ছাসেবক ও ওয়ার্ডে দুইজন করে সুপারভাইজার থাকবেন। সিটি করপোরেশনের এই ক্যাম্পেইনে ছয়টি সংস্থা সহযোগী হিসেবে কাজ করবে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম বলেন, ‘আমরা শতভাগ শিশুদের ভিটামিন-এ ক্যাপসুলের আওতায় নিয়ে আসতে চাই। সে লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালাচ্ছি।’

এসময় আরো বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভুইয়া,মেডিকেল অফিসার চন্দনা রানী দেবনাথ।

আরো পড়ুন