কুমিল্লায় পুলিশ- যুবদল ধাওয়ার ঘটনায় ৮৯জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি।।
কুমিল্লায় পুলিশের সাথে যুবদলের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় ৮৯জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লা কোতয়ালী মডেল থানার এসএই খাজু মিয়া এই মামলা দায়ের করেন। এতে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খলিলুর রহমান বিপ্লব,সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু,মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, সদস্য সচিব রোমান হাসান, আদর্শ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলামসহ ১৯জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৭০জনকে আসামি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা কোতয়ালী মডেল থানার এসএই নাজমুল হাছান।
উল্লেখ্য- যুবদল সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে জেল গেট থেকে আটকের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে শুক্রবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল। মিছিলটি কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে আসলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশও লাঠিচার্জে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় অন্তত: ২০জন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ এবং নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। পুলিশ ১০ জনকে আটক করে।