কুমিল্লায় স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ, চলছে দেয়াল লিখন

 

প্রতিনিধি।

শিক্ষার্থী হত্যা নিপিড়ন ও হয়রানির প্রতিবাদে কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল স্কুল ও কলেজের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে স্কুল শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ করে এই প্রতিষ্ঠানের নবম দশম শ্রেণির অন্তত ৩০ জন শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাথায় লাল ব্যাজ ধারণ করে শিক্ষার্থীরা বিকেল ৩ টায় শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। তবে ফটক বন্ধ থাকায় তারা বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ করে৷

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবি সদস্যরা গিয়ে হাজির হন। তারা  শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেন৷

কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের অধ্যক্ষ আবুল হোসেন জানান, বিক্ষোভের খবর পেয়ে তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিতভাবে জানিয়েছেন।

এদিকে ছোট ছোট শিক্ষার্থীদের বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়৷

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভুইয়া জানান, বিক্ষোভের খবর পেয়ে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে বাড়ি ফেরাতে সক্ষম হয়৷

এদিকে নগরীর বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের প্রতিবাদ লিখন দেখা যায়।