কুমিল্লায় বিভিন্ন দলের সমন্বয় সভা ও সৌহার্দ্য ইফতার

 

inside post

মোহাম্মদ শরীফ।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের অনুপ্রেরণায় ঘটিত
মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে বিভিন্ন দলের নেতাদের নিয়ে সমন্বয় সভা ও সৌহার্দ্য ইফতারের আয়োজন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়৷ এতে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দেন।


সভাপতিত্ব করেন মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু। অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিন,দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির,সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু,সুজন কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান, সনাক কুমিল্লার সভাপতি নিখিল রায়, জামায়াত নেতা মাহবুবুর রহমান, নজির আহমেদ,সাংবাদিক শাহাজাদা এমরান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সভাপতি আবু রায়হান প্রমুখ। সমন্বয় করেন  ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল ম্যানেজার আবুল বাশার। সঞ্চালনা করেন রাজনীতিবিদ সারোয়ার জাহান দোলন।

আরো পড়ুন