কুমিল্লার এক মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

 প্রতিনিধি।।
কুমিল্লায় নাশকতার এক মামলা থেকে বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছে আদালত। কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতি দেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার আদালতের পিপি কাইমুল হক রিংকু।
কাইমুল হক রিংকু বলেন, ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় হরতালের সময় একটি কাভার্ড ভ্যান ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। তিনি এই মামলার ৩২ নম্বর আসামি ছিলেন। খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সবাইকে অব্যাহতি দেয়া হয়েছে।

inside post
আরো পড়ুন