কুমিল্লায় করোনায় চারজনের মৃত্যু, নগরীতে ১৮জনসহ আক্রান্ত ৯১

অফিস রিপোর্টার।।
কুমিল্লা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় ৬৩ জন ব্যক্তি করোনায় মারা গেছেন। এদিকে নগরীতে ১৮ জনসহ নতুন করে বুধবার জেলায় ৯১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত কুমিল্লা জেলায় মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ২১৭ জন। মোট সুস্থ হয়েছেন ৬৫১ জন। কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা.মো.শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার আক্রান্ত হয়েছেন কুমিল্লা নগরীতে ১৮ জন, বুড়িচংয়ে পাঁচজন, লাকসামে নয়জন, মুরাদনগরে চারজন, মনোহরগঞ্জ চারজন, সদর দক্ষিণে পাঁচজন, হোমনায় তিনজন, তিতাসে নয়জন,দাউদকান্দিতে ছয়জন, নাঙ্গলকোট আটজন, দেবিদ্বারে ১২ জন, ব্রাহ্মণপাড়ায় একজন ও চান্দিনায় ছয়জন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত কুমিল্লা নগরীসহ পুরো জেলা থেকে ১৫ হাজার একজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৩হাজার ৪৮৩ জনের। বুধবার চৌদ্দগ্রামে ১০ জন, মুরাদনগরে ৮৮জন, সদর দক্ষিণে সাতজন, নাঙ্গলকোটে পাঁচজন, বুড়িচংয়ে ২২জন, দেবিদ্বার সাতজন, তিতাসে পাঁচজন ও দাউদকান্দিতে একজন সুস্থ হয়েছেন। এছাড়া একদিন লাকসামে দুইজন, নাঙ্গলকোটে একজন ও কুমিল্লা নগরীতে একজনসহ মারা গেছেন চারজন।

inside post
আরো পড়ুন