কুমিল্লায় তেল সংকটের গুজব

মোহাম্মদ শরীফে। 

কুমিল্লার বাজারে সয়াবিন তেল না থাকার গুজব ছড়িয়ে পড়েছে। তবে বুধবার সন্ধ্যায় কুমিল্লার সবক’টি নিত্যপণ্যের বাজার ঘুরে দেখা যায় সব ক’টি দোকানেই সয়াবিন তেল রয়েছে। দোকানীরা জানান, ‘দোকানে মজুদ তেল দিয়ে আগামী দুই-তিন দিন স্বাভাবিক বাজার চলবে। তবে এর পর বাজারে তেল প্রবেশ না করলে তেলের একটি সংকট দিতে পারে বাজারে।’

এই গুজবে ফায়দা নিচ্ছে কিছু দোকানী। নাম প্রকাশে অনিচ্ছুক রাজগঞ্জ বাজারের  নিত্যপণ্যের দোকানী জানান, ‘দোকানে তেল থাকলেও, সেগুলো সরিয়ে রেখেছেন। যার ফলে বেশী মূল্যে অনেকেই তেল বিক্রি করেছেন।’

সাইফ স্টোরের স্বতাধিকারী আহমেদ রনি বলেন, ‘দুই-তিন যাবৎ ডিলাররা বাজারে তেল দিচ্ছেন না। যার ফলে নতুন করে বাজারে তেল আসতেছে না। কাল পরশু বাজারে ডিলার থেকে তেল পাওয়ার আশ্বাস পেয়েছি।’

নগরীর রাজগঞ্জ বাজারের মুদি দোকানি শাহজাহান হোসেন বলেন, প্রতি লিটার খোলা সয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে ১৮০ টাকা দরে। গত সপ্তাহে ছিলো প্রতি লিটার ১৬০ টাকা। সপ্তাহ ব্যবধানে লিটার প্রতি ২০ টাকা বেড়েছে।’

তীর সয়াবিন তেল কোম্পানীর কুমিল্লা জেলার ডিলার রাজিব সাহা জানান, তেল পর্যাপ্ত আছে। অনেকে গুজব ছড়িয়ে ফায়দা লুটার চেষ্ঠা করছে।

দৈনিক রাজগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজগর বলেন, প্রত্যেকটা দোকানে পর্যাপ্ত তেল আছে। যারা বলে তেল নেই তারা গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।

কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুল ইসলাম জানান, কুমিল্লা নগরীর বাজারগুলোতে তেল নেই বিষয়টি পুরোপুরি গুজব। প্রত্যেকটা গুদামে আমরা মনিটরিং করেছি। পর্যাপ্ত তেল মজুদ আছে। তবে তেলের বাজারে দামের অস্থিরতা রয়েছে।