কুমিল্লায় প্রথমবারের মতো তৈরি হচ্ছে মোবাইল ফোন

 

আমোদ রিপোর্টার।।

কুমিল্লা শহরতলীর চাঁনপুরে প্রথমবারের মতো তৈরি হচ্ছে মোবাইল ফোন। এর আগে তারা তৈরি করতো মোবাইল ফোন চার্জার। তরুণ উদ্যোক্তা আবুল কালাম হাসান টগর হালিমা নামের এই মোবাইল ফোন বাজারে আনেন। কুমিল্লার প্রতিষ্ঠানটি এ উপলক্ষ্যে বুধবার রাতে কুমিল্লা স্টেশন ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

অনুষ্ঠানে জানানো হয়, সম্প্রতি হালিমা টেলিকম সমকালীন প্রযুক্তির টি-১ ও এইচ-১ দু’টি মডেলের মোবাইলফোন বাজারে এনেছে। দু’টি মডেলে রয়েছে শক্তিশালী ব্যাটারিসহ স্ট্যান্ডবাই ঘণ্টা ও মাল্টিমিডিয়া সমর্থনসহ আকর্ষণীয় নকশা। এছাড়াও রয়েছে ফেসবুক ব্রাউজার, ৩২ জিবি পর্যন্ত ফোন মেমরি, ডিজিটাল ক্যামেরা, ইউএসবি ম্যাস স্টোরেজসহ বিভিন্ন সুবিধা। ২০১০ সালে কার্যক্রম শুরু হওয়া হালিমা গ্রুপের বর্তমানে আটটি প্রতিষ্ঠান রয়েছে। যার সর্বশেষ সংযোজন হালিমা মোবাইলফোন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইসিটি বিভাগের হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা ফুটবল অ্যাসেসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাতসহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।