কুমিল্লায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

 

আমোদ রিপোর্টার।।
কুমিল্লায় নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকালে কুমিল্লা নগরীর নগর উদ্যানে স্থাপতি বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। শ্রদ্ধাজ্ঞাপনের শুরুতে ৩১বার তোপধ্বনি দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা,জেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার মো. ফারুক আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কমকর্তারা। পওে ম্যুরালে মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পুস্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, দক্ষিণ জেলা আওয়ামী লীগ দিনব্যাপী আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, বই মেলা,সাংস্কৃতিক অনুষ্ঠান, উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।