কুমিল্লায় বিদেশগামী কর্মীদের ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন

অফিস রিপোর্টার।।
বিদেশ গমনেচ্ছু এবং বিদেশগামী অভিবাসী কর্মীদের সেবা সহজিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ৩ দিনের প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন (পিডিও) কোর্স উদ্বোধন করা হয়েছে। বুধবার কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে অনুষ্ঠিত কোর্স উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান, কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, বেশি টাকা খরচ করার মধ্যে কোন কৃতিত্ব নেই। বরং টাকা সঞ্চয়ের মধ্যেই কৃতিত্ব এবং সুন্দর ভবিষ্যৎ নিহিত রয়েছে। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বিদেশ গেলে ভালো কাজ ও বেতন মিলে। এজন্য দক্ষতার প্রতি গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে ১০০ জন বিদেশগামী কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন আইসিএমপিডি, হেলভেটাস বাংলাদেশ, ব্র্যাক, রামরু, ওয়্যারবী, ওকাপ, সিসিডিএ-এর প্রতিনিধিরা।